Hajj Package Regular

Hajj Package Regular

৫,৯০,০০০/- (পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা)


প্যাকেজের মেয়াদকাল: ৪০ দিন। এয়ার লাইন্স থেকে সিডিউল প্রাপ্তি সাপেক্ষে কম/বেশি হতে পারে। 

আবাসন ব্যবস্থা (মক্কা): হোটেল/এপ্যার্টমেন্ট হারাম শরীফ এর বাহিরের চত্ত্বর হতে ১৮০০ মিটার দূরত্বে। 

আবাসন ব্যবস্থা (মদিনা): হোটেল/এপ্যার্টমেন্ট হারাম শরীফ এর বাহিরের চত্ত্বর হতে ১৫০০ মিটার দূরত্বে। 

মক্কা ও মদিনাতে রুম সুবিধা: সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত রুম, সংযুক্ত বাথরুম, প্রতি রুমে একটি ফ্রিজ, জন প্রতি একটি খাট, কম্বল, মেট্রেস, বেডশীট ও বালিশ, ঠান্ডা ও গরম পানির সু-ব্যবস্থা, প্রতি রুমে ৫/৬ জন করে থাকবেন।

মক্কা ও মদিনাতে রুম সুবিধা: সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত রুম, সংযুক্ত বাথরুম, প্রতি রুমে একটি ফ্রিজ, জন প্রতি একটি খাট, কম্বল, মেট্রেস, বেডশীট ও বালিশ, ঠান্ডা ও গরম পানির সু-ব্যবস্থা, প্রতি রুমে ৫/৬ জন করে থাকবেন।

আহার: তিন বেলা বাংলাদেশি খাবার রুমে পরিবেশন করা হবে। যদি কোন হজ্জ যাত্রী প্যাকেজে খাবার নিতে না চান তাহলে ৩৫ হাজার টাকা জন প্রতি ফেরত পাবেন।


শর্তাবলী:

  • ঘোষিত প্যাকেজে বাংলাদেশ সরকার ও সৌদি সরকার কর্তৃক যে কোন অতিরিক্ত চার্জ আরোপিত হলে হজ্জযাত্রীকে পরিশোধ করতে হবে।
  • নিবন্ধন হওয়ার পর যদি কোন হজ্জ যাত্রী  হজ্জে যেতে না পারেন/আগ্রহী না হন সে ক্ষেত্রে বিমান ভাড়া এবং খাবারের টাকা ছাড়া প্যাকেজের সমুদয় অর্থ সরকারের নীতিমালা অনুযায়ী অফেরৎযোগ্য বলে বিবেচিত হবে।
  • মিনা থেকে মক্কায় হজ্জের তাওয়াফ ও সায়ী করার জন্য মোয়াল্লেমের কোন বাসের ব্যবস্থা না থাকায় হজ্জযাত্রীদের এজেন্সীর ব্যবস্থাপনায় নিজ খরচে আসা-যাওয়া করতে হবে।
  • মিনা আরাফা মুজদালিফার ব্যবস্থাপনা সৌদি সরকার কর্তৃক নিয়ন্ত্রনাধীন। সমস্ত প্যাকেজের হজ্জযাত্রীগন মিনার তাবু সেবা "ডি" ক্যাটাগরী অনুসারে প্রাপ্ত হবেন।
  • আরাফা থেকে মুজদালিফায় পায়ে হেটে যাওয়া উত্তম। সরকারকর্তৃক বরাদ্দকৃত বাস সময় সল্পতার কারনে অনেক সময় আসতে দেরি করে। বিধায় যারা বাসে যাবেন তাদেরকে ধৈয্য ধরে বসে থাকতে হবে।
  • নির্ধারিত সময়ের মধ্যে হজ্জের সমস্ত বকেয়া টাকা পরিশোধ করলে ২৪ ঘন্টা পূর্বে পাসপোর্ট, রিকনফার্ম টিকেট এবং প্রয়োজনীয় কাগজ পত্র হাজী সাহেবদেরকে দেয়া হবে ইনশাআল্লাহ। 
  • হজযাত্রীদের প্যাকেজ মূল্যের সমুদয় অর্থ সরকার ঘোষিত নির্ধারিত তারিখের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ব্যাংক একাউন্টে অবশ্যই জমা করতে হবে। 
  • বর্তমানে অনলাইন সিস্টেমে হোটেল বুকিং বাধ্যবাধকতার কারনে মদিনার অবস্থান কাল অনলাইন সিস্টেম কর্তৃক গ্রহণ করার উপরে (৭ থেকে ১০দিন যাতায়াতসহ) মদিনায় অবস্থান বিবেচিত হবে। 
  • মক্কা থেকে মদিনা শরীফ, জেদ্দায় যাতায়াত পথে ও জেদ্দা বিমান বন্দর এবং ঢাকার হজ্জ ক্যাম্পে অবস্থানকালে হজ্জযাত্রীগণ নিজ খরচে ও নিজ দায়িত্বে খাবার খাবেন। 
  • আজিজিয়ায় থাকাকালীন সময়ে হজ্জ যাত্রী গন হারাম শরীফে যাতায়াত করতে ইচ্ছুক হলে সেক্ষেত্রে নিজ খরচে যাতায়াত করবেন। হজ্জের পরে আজিজিয়ায় অবস্থান ৩ দিনের বেশি হলে সেক্ষেত্রে এজেন্সির খরচে হারাম শরীফে যাতায়াতের ব্যবস্থা করা হবে।
  • হজ্জ চলাকালীন সময়ে আজিজিয়ার হোটেলে ৮, ৯, ১০, ১১ ও ১২ই জিলহজ্জ মোট ৫ (পাঁচ) দিন খাবার বন্ধ থাকবে। উক্ত সময়ে মিনার তাবুতে খাবার চালু থাকবে।
  • হজ্জ যাত্রীদের উন্নতমানের বাংলাদেশী খাবার পরিবেশনের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে, এর পরেও কোন হজ্জ যাত্রী না খেতে পারলে প্যাকেজ মোতাবেক টাকা ফেরত নিবেন।
  • প্যাকেজের মেয়াদ-কাল-২০/২২ দিন করতে চাইলে প্যাকেজ মূল্যের অতিরিক্ত আনুমানিক ৬০ (ঘাট হাজার) টাকা প্রদান করতে হবে।

সুবিধাসমুহ:

মিনা: মিনায় শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুতে মেট্রেস, বালিশ এর ব্যবস্থা করা হবে। এজেন্সীর খরচে সৌদি মোয়াল্লিমের ব্যবস্থাপনায় তিন বেলা খাবার পরিবেশন করা হবে।

কুরবানী: প্যাকেজে কুরবানী অন্তর্ভুক্ত নয়। কুরবানীর জন্য ৮০০ সৌদি রিয়াল (আনুমানিক) সঙ্গে নিতে হবে। পরিবহন: ফ্লাইনাস /সাউদিয়া/বিমান (সিট প্রাপ্তি সাপেক্ষে এজেন্সির সুবিধা অনুযায়ী)।

জিয়ারত: মক্কা-মদিনায় দর্শনীয় স্থান সমূহ জিয়ারতের সুব্যবস্থা মিনা, আরাফা, মুজদালিফা হজের মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ মক্কা/আজিজিয়া থেকে মিনা- আরাফা-মুযদালিফা-মিনা-মক্কা ইত্যাদি সকল যানবাহন নিশ্চিত করা এবং মিনা ও আরাফায় তাবু, খাবারসহ আনুসাঙ্গিক সকল সুবিধা নিশ্চিত করার দায়িত্ব সৌদি সরকার নিয়োজিত মোয়াল্লেমদের। হজ এজেন্সি মোয়াল্লেমদের সহিত সমন্বয় করে হজযাত্রীদের এই সেবা নিশ্চিতে কাজ করবে।

গাইড: সকল প্যাকেজে এজেন্সি গড়ে ৪৫ জন হজ্জযাত্রীর জন্য একজন করে গাইড নিযুক্ত করবেন। গাইড হজ্জযাত্রীর পক্ষে বাংলাদেশ ও সৌদিআরবে প্রশাসনিক কার্যাদির সমন্বয় এবং হজ্জযাত্রীদের হজ্জের আহকাম ও আরকান পালনে সহায়তা করবেন। এছাড়া তিনি হজ্জযাত্রীদের ধর্মীয় বিষয়ে পরামর্শ প্রদান করবেন। গাইডগণ হজ্জযাত্রীদের ব্যক্তিগত সহকারী বা হজ্জকর্মী নয় এবং কোন গাইড কোন হজ্জযাত্রীর ব্যক্তিগত কাজে সংশ্লিষ্ট হবেন না।