ব্রেকিং নিউজ
সৌদী আরবের হজ্ব এবং উমরা মন্ত্রণালয় হজ্ব ১৪৪২ হিঃ প্রটোকল ঘোষণা করেছে।
এবছর করোনা ভাইরাসের কারনে হজ্বে শুধুমাত্র ১৮ থেকে ৬০ বছর বয়সী মানুষেরা অংশগ্রহণ করতে পারবেন। ১৮ বছরের নিচে এবং ৬০ বছরের উপরে কেউ অংশগ্রহণ করতে পারবেন না।
হজ্বে অংশগ্রহণকারীরা সৌদীআরবে অবতরণের কমপক্ষে ১ সপ্তাহ পূর্বে করোনা ভ্যাক্সিন এর দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হবে।
সৌদীআরবে অবতরণের ৭২ ঘন্টা পূর্বে করা কোভিড ১৯ পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট লাগবে।
সৌদীআরবে আসার পর ৭২ ঘন্টা কোয়ারেন্টিনে থাকতে হবে। এখানে আবারো পিসিআর টেস্ট হবে এবং নেগেটিভ রিপোর্ট আসার পর কোয়ারেন্টিন সমাপ্ত হবে।
হজ্ব ১৪৪২ হিজরী উপলক্ষে স্বাস্থ্য প্রটোকল প্লান অনুযায়ী সকল হাজী সাহেবান এবং হজ্বের কর্মীরা পৃথক ব্যাজ পরিধান করবেন এবং প্রত্যেকে অবস্থানের ক্ষেত্রে একে অন্যের মাঝে অন্তত দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে।
প্রতিটি গ্রুপ হবে ১০০ জনের।
সূত্রঃ
https://www.facebook.com/228447220644711/posts/1971991829623566/
সম্মানিত হজ যাত্রী
আসসালামু আলাইকুম।
সৌদি সরকার হজে গমনের পূর্বে হজযাত্রীদের করোনা ভ্যাকসিন গ্রহণ করা বাধ্যতামূলক মর্মে ঘোষনা করেছে। হজে গমনের জন্য নিবন্ধিত ৪০ উর্ধ্ব সকল হজযাত্রীর দ্রুত করোনা ভ্যাকসিন গ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো। ১৮-৪০ বছর বয়সী নিবন্ধিত হজযাত্রীদের করোনা ভ্যাকসিন প্রদানের বিষয়ে শ্রীঘ্রই সিদ্ধান্ত জানানো হবে। এহসান এয়ার ট্রাভেলস।
আসসালামু আলাইকুম,
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, কোভিড-১৯ এর কারণে রাজকীয় সৌদি সরকার থেকে পবিত্র ওমরাহ পালনের কোন আনুষ্ঠানিক পত্র অদ্যাবধি পাওয়া যায়নি। তাসত্ত্বেও কতিপয় ব্যক্তি ও কিছু এজেন্সি Facebook বা সামাজিক যােগাযােগ মাধ্যমে নির্দিষ্ট দিন উল্লেখ করে পবিত্র ওমরাহ পালনের বিজ্ঞাপন দিচ্ছে। এতে ধর্মপ্রাণ সাধারণ মুসলিম জনসাধারণের প্রতারিত হবার সম্ভাবনা রয়েছে। ইতােমধ্যে এ ধরণের কর্মকান্ডের কারণে বিধি মতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাজকীয় সৌদি সরকার থেকে পবিত্র ওমরাহ পালনের অনুমতি পাওয়া সাপেক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারী করা হবে। তার পূর্বে কোন এজেন্সি বা ব্যক্তিকে এ ধরণের প্রচারণা থেকে বিরত থাকার জন্য অনুরােধ করা হলাে। এতদ্ব্যতীত ওমরাহ গমনেচ্ছু সকলকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঘােষণার পূর্বে কারাে সাথে এ সংক্রান্ত লেনদেন না করার জন্যও অনুরােধ করা হলাে।